পর্যটন বিচিত্রা প্রতিবেদন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী লোক-কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। প্রতি বছরের মতো এবারও মেলায় হাতে তৈরি হরেক রকমের আকর্ষণীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের চারু কারু শিল্পীরা।
মেলার বিশাল মাঠজুড়ে চারু-কারু শিল্পীদের হাতে তৈরি নানা পণ্যের প্রদর্শনীর স্টল। বাঁশ, বেত, কাঠ, শোলা, মাটি, তামা, কাঁসা ও পিতলের তৈরি পণ্যসহ পাটজাত দ্রব্য, নকশি কাঁথা, জামদানি কাপড়, শীতলপাটি ও শতরঞ্জির পসরা সাজিয়ে বসেছেন চারু-কারু শিল্পীরা। শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে বায়োস্কোপ, নাগরদোলা ও চরকিসহ নানা আয়োজন।
এছাড়া প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে জারি, সারি, মুর্শিদী, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালন ও হাছন রাজার গানসহ পুঁথি পাঠের আসর। এছাড়া দৃষ্টিনন্দন ঐতিহাসিক বড় সর্দার বাড়ি দেশি বিদেশি পর্যটক ও দর্শণার্থীদের জন্য বিশেষ আকর্ষণ।
গত ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে এ লোকজ মেলা।