পর্যটন বিচিত্রা প্রতিবেদন
মেলার পরিবেশ নষ্ট হয় এমন কোনো ব্যাগে স্টলের বই বিক্রি করা যাবে না। সেই সঙ্গে একবার ব্যবহারযোগ্য বোতলজাত পণ্য মেলায় নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলা একাডেমি।
প্রতি বছর মেলায় গড়ে প্রায় ৫০ কোটি টাকার বই বিক্রি হয়। প্রায় হাজারেরও বেশি স্টলে বিক্রি হয় প্রায় লাখ খানেক বই। এর বেশির ভাগই পলিথিন বা প্রোপাইলিন ব্যাগে। কিন্তু এবারের বই মেলায় এমন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ থাকছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বই মেলার পরিবেশ নষ্ট হয় এমন ব্যাগের বিকল্প কাগজ ও কাপড়ের ব্যাগে যোগান দিতে প্রস্তুত রয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।’