কমলগঞ্জ উপজেলায় প্রতিবছর অগ্রহায়ণের শুরুতে মণিপুরি পল্লীতে বর্ণাঢ্য রাস মেলা বসে। রাস মেলায় দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। মেলা উপলক্ষে বিখ্যাত মণিপুরি নৃত্যের আয়োজন করা হয়। এ সময় মণিপুরিদের উন্নত সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। মেলা উপলক্ষে মণিপুরিদের নিজস্ব তাঁতে বোনা ঐতিহ্যবাহী মণিপুরি শাল, চাদর, ব্যাগ, ফতুয়া ইত্যাদি বেচাকেনা হয়।