মৌলভীবাজার জেলা শহর থেকে ৩৫ কি.মি. দূরে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত মণিপুরিদের অন্যতম আবাসস্থল আদমপুর ও মাধবপুর। পাহাড় ও অরণ্যঘেরা এ স্থানে মণিপুরিদের বৈচিত্র্যময় জীবন প্রণালী পর্যটকদের আকৃষ্ট করে। প্রতিবছর কার্তিক পূর্ণিমা তিথিতে এখানে বর্ণাঢ্য রাস মেলা অনুষ্ঠিত হয়। মাধবপুরে ১৯৭৭ খ্রিষ্টাব্দে একটি মণিপুরি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠিত হয়।