ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ থেকে শুরু হচ্ছে থাই গুরমেট গালা উৎসব। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই ফুড ফেস্টিভাল চলবে।
এই ফুড ফেস্টিভালে খাও সোই, কায়েং দাইং কুং, থাই স্পাইসি রোস্টেড ডাক, লার্ব ল্যাম্ব, থাই ফ্রাইড চিকেন, প্যাড থাই এর মতো সিগনেচার খাবারের সাথে আবারও থাইল্যান্ডের খাঁটি স্বাদ উপভোগ করার সুযোগ রয়েছে।
এছাড়া থাইল্যান্ডের থাই শেফের তৈরি ম্যাঙ্গো স্টিকি রাইসসহ আরো অনেক ঐতিহ্যবাহী প্রিয় খাবারের সাথে মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারবেন।
এর মধ্যে থাই থিমযুক্ত বুফে ব্রাঞ্চ ৭,০০০ টাকা সর্ব-সমেত; থাই থিমযুক্ত বুফে ডিনার ৮,৫০০ টাকা সর্ব-সমেত; থাই ফুড ফেস্টিভ্যাল এবং র্যাফেল ড্র। বুফে ব্রাঞ্চের সাথে ১ ঘণ্টার বিনামূল্যে সাঁতার।
থাই থিমযুক্ত বুফে ব্রাঞ্চের সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর থাই থিমযুক্ত বুফে ডিনারের সময় বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
এছাড়া নির্বাচিত ব্যাংক কার্ডের সাথে ১টি খাবারের ৪টি, ৩টি এবং ২টি খাবারের অফার থাকবে। বিকাশে একটির সাথে ৩টি এবং ২টি অফার!
বুকিংয়ের জন্য কল করুন: +৮৮০১৭১৩৩৮২৬০৯ | +৮৮০১৭১৩০৩০৫২৮