■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রিসোর্টটি ১ জুলাই থেকে দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এর নির্মাণ কাজ ছয় বছর আগে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে কবে নাগাদ বিদেশিদের জন্য এটি উন্মুক্ত হবে তা এখনো জানা যায়নি। উনসান শহরটি কিম জং উনের শৈশবকাল কাটানো জায়গা, যেখানে উত্তর কোরিয়ার অনেক উচ্চপদস্থ কর্মকর্তা তাদের ব্যক্তিগত ভিলা গড়ে তুলেছেন। এক সময় এই শহরে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালানো হতো। বর্তমানে কিম এই শহরকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিসিএনএ দাবি করেছে, এই রিসোর্টে একসঙ্গে ২০ হাজার পর্যটক অবস্থান করতে পারবেন। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল ও ওয়াটার পার্ক থাকবে।
পর্যবেক্ষকরা মনে করেন, রিসোর্টটি অতিরিক্ত রাজস্ব আয়ের সহজ উপায় হতে পারে। যদিও বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার রয়েছে, তবে বেশিরভাগ পর্যটকই চীন ও রাশিয়ার। এই দুই দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।