পর্যটনের বিকাশে চট্টগ্রামে দুটি পর্যটন বাস সার্ভিস চালু হয়েছে। শনিবার (১০ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
পর্যটন বাস দুটি পতেঙ্গা সমুদ্র সৈকত ও ডিসি পার্ক ঘিরে চলাচল করবে। অর্থাৎ চট্টগ্রাম শহরের টাইগারপাস থেকে যাত্রা শুরু করে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে। পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে। সার্ভিসটি প্রতি শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে সকাল ৯টা, বিকাল ৩টা ও বিকাল ৪টায় টাইগারপাস থেকে যাত্রা শুরু করবে।
এ ছাড়া প্রতি শনিবার চারটি ট্রিপ যথাক্রমে সকাল সাড়ে ৯টা, সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা ও বিকাল ৪টা এবং রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুটি ট্রিপ যথাক্রমে বিকাল ৩টা ও বিকাল ৪টায় চট্টগ্রামের টাইগারপাস থেকে পতেঙ্গার উদ্দেশে যাত্রা শুরু করবে।
শুক্রবার তিনটি ট্রিপ যথাক্রমে দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টা, প্রতি শনিবার চারটি ট্রিপ যথাক্রমে দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় পতেঙ্গা থেকে একই রুটে ফিরে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, চট্টগ্রাম অত্যন্ত পর্যটন সম্ভাবনাময় একটি জায়গা। পর্যটনশিল্পের বিকাশে পর্যটক বাস সার্ভিস চালু করা চট্টগ্রামের জেলা প্রশাসকের একটি অনন্য উদ্যোগ। চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে গৃহীত যেকোনো উদ্যোগে আমাদের সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামের পর্যটকদের কথা বিবেচনা করে জেলা প্রশাসকের উদ্যোগের সঙ্গে সামিল হয়ে দুটি বাস সরবরাহ করেছি। ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে আমরা আরও কয়েকটি বাস সরবরাহ করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, আপাতত ডিসি পার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের যাত্রা নির্বিঘ্ন করতে দুটি বাস দিয়ে পর্যটন বাস সার্ভিসের কার্যক্রম শুরু করা হলো। ভবিষ্যতে আনোয়ারার পারকির চর, সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত, ইউরোপিয়ান ক্লাব, বাটালী হিলসহ অন্যান্য জায়গায় বাস/ মাইক্রোবাসের মাধ্যমে হাফ ডে এবং ফুল ডে ট্যুর সার্ভিস চালু করা হবে।