মডেল মসজিদ পর্যটন শিল্পের বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘পর্যটন নগরী বান্দরবানে ইসলামের আদর্শ, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশে ‘জেলা মডেল মসজিদ’ একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।’
শনিবার (৫ জুলাই) বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ মসজিদ কমপ্লেক্সকে ঘিরে নানামুখী ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ নারী ও পুরুষদের আলাদা অজু এবং নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মরহুম ব্যক্তির গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামি দাওয়াতের জন্য সম্মেলন কক্ষসহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে।