মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মণিপুরি জাদুঘর অবস্থিত। এতে রয়েছে কয়েকশ বছরের পুরোনো ঘণ্টা, যুদ্ধে ব্যবহৃত সরঞ্জামাদি, ধর্মীয় অনুষ্ঠানের জিনিসপত্র এবং মণিপুরিদের তৈরি হস্তচালিত তাঁত। মণিপুরিদের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরাই এই জাদুঘর প্রতিষ্ঠার মূল লক্ষ্য।
বৃহত্তর সিলেটে প্রায় সোয়া লাখ মণিপুরি সম্প্রদায় রয়েছে। সিলেট সদর, কোম্পানীগঞ্জ, হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, মৌলভীবাজারের বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং সুনামগঞ্জের ছাতকে এ সম্প্রদায়ের লোকজন বসবাস করে। মণিপুরিদের তৈরি হস্তশিল্প খুব জনপ্রিয়। তাদের বড়ো উৎসব রাস পূর্ণিমা প্রতিবছর আশ্বিন মাসে অনুষ্ঠিত হয়।