দেশের দেড়শ বছরের পুরোনো চা শিল্পের ইতিহাস-ঐতিহ্য ও ব্রিটিশ আমলে চা বাগানে ব্যবহৃত উপকরণ সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে শ্রীমঙ্গলে দেশের প্রথম চা গবেষণা জাদুঘর স্থাপন করা হয়েছে। দেশের একমাত্র এ চা জাদুঘরের জন্য ব্রিটিশ আমলে চা বাগানে ব্যবহৃত ৪৪টি পুরনো আসবাবপত্র।
এমনকি এখানে কেরোসিন চালিত ফ্রিজ ও ব্রিটিশ আমলে চা বাগানের শ্রমিকদের জন্য ব্যবহৃত ভিন্ন ধরনের মুদ্রা সংরক্ষিত আছে। এছাড়াও রয়েছে কম্পাস, ঘড়ি, পাম্প টিউবওয়েল, ব্রিটিশ আমলের ফিল্টার, চা গাছের মোড়া ও টেবিল, দিক নির্ণয় যন্ত্র, ফসিল, লোহার পাইপ, রিং কোদাল, তীরধনুকসহ আরো অনেক উপকরণ।