রাজশাহীতে শুরু হয়েছে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় বিভিন্ন পণ্যের উদ্যোক্তারা ৭৫টি স্টলে অংশ নিয়েছেন। তারা বিসিকে শিল্প নিবন্ধনধারী।
মেলায় অন্তত ৩০ জন নতুন উদ্যোক্তা প্রথমবারের মতো অংশ নিয়েছেন। মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
রাজশাহী কলেজমাঠে মেলার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে মেলা।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, ‘ঘরে বসে আমরা যে ছোট শিল্পগুলো গড়ে তুলেছি, সেই শিল্পগুলো যাতে লাভজনক অবস্থায় আসে এবং নতুন উদ্যোক্তা তৈরি হয়, সেজন্য আমরা এ মেলার আয়োজন করেছি।’
বিভাগীয় কমিশনার বলেন, ‘এখানে রাজশাহী অঞ্চলের উৎপাদিত সকল ধরনের পণ্যের সম্ভার রয়েছে। পণ্যের গুণগতমান আপনারা দেখবেন যা আপনাদের আকর্ষণ করবে, এটাই মেলার সাথর্কতা।’