পর্যটন বিচিত্রা ডেস্ক
গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই দুই পণ্যের মেলাটি ২০ দিনব্যাপী চলবে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাট রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যা কাঙ্ক্ষিত নয়। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসুন, আমরা প্রয়োজনীয় সবকিছুই করবো। পাঁচ বিলিয়ন না হলেও দুই বিলিয়ন ডলারে যেতে কী করতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তা করবো। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, এখানে কৃষকদের বীজ, সার, পাট পচন প্রক্রিয়া সহজীকরণ, গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি। তাছাড়া শিল্প সহায়তার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম ও নীতি সহায়তায় মন্ত্রণালয় কাজ করছে। বিশেষত, জেপিডিসির মাধ্যমে এক হাজারের বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা তাদের সহায়তায় কাজ করছি।