দ্বিতীয় পাকিস্তানি নারী হিসেবে মাউন্ট এভারেস্টে জয় করেছেন পর্বতারোহী নায়লা কিয়ানি। একইসাথে দেশটির আরেক পর্বতারোহী সাজিদ আলী কোনো অক্সিজেনের সহায়তা ছাড়াই এভারেস্টের চূড়ায় আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন।
সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গেল ১৩ মে সন্ধ্যায় নায়লা কিয়ানি ও সাজিদ আলী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের দিকে তাদের যাত্রা শুরু করেন।
কিয়ানি হলেন প্রথম পাকিস্তানি নারী পর্বতারোহী; যিনি ৮ হাজার মিটারের বেশি চারটি শৃঙ্গে চড়েছেন। আর সাজিদ আলী অক্সিজেনের সহায়তা ছাড়াই এভারেস্টের চূড়ায় আরোহণ করে প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন।
নায়লা কিয়ানিকে অভিনন্দন জানিয়ে এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, সে পাকিস্তানকে গর্বিত করেছে।
কিয়ানি দুবাইভিত্তিক একজন পাকিস্তানি ব্যাংকার ও অপেশাদার বক্সার। তিনি দুই কন্যার জননী।
আরেক টুইট বার্তায় পর্বতারোহী সাজিদ বলেন, অক্সিজেন ছাড়াই এভারেস্টে চড়া তার বাবার স্বপ্ন ছিল।
উল্লেখ্য ২০১৩ সালে এভারেস্টে আরোহণকারী প্রথম পাকিস্তানি নারী ছিলেন সামিনা বেগ।