পর্যটন বিচিত্রা প্রতিবেদন
রবিবার রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্বতারোহী শাকিল তার ‘সি টু সামিট’ জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
শাকিল বলেন, গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে তিনি ৯০ দিনের মধ্যে সামিট জয়ের লক্ষ্যে অভিযান শুরু‘ করেছেন। ফেনী, কুমিল্ল ও মুন্সিগঞ্জের পথ ধরে তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। যাত্রাপথে বাংলাদেশ, ভারত এবং নেপালের ওপর দিয়ে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি এভারেস্টের ২৯,০৩১ ফুট উঁচু শিখরে আরোহণ করবেন।
এ অভিযানে তিনি আগের বিশ্বরেকর্ড করা অস্ট্রেলিয়ান টিম ম্যাককার্টনির রেকর্ড ভাঙবেন যিনি ১৯৯০ সালে তিন মাসের বেশি সময় নিয়ে ভারতের গঙ্গা সাগর থেকে পদযাত্রা করে এভারেস্টের চূড়ায় উঠে বিশ্বরেকর্ড গড়েন। তিনি বলেন, যাত্রা পথে তিনি প্লাস্টিক ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণের বিষয়ে জনসচেনতা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরবেন।
ইকরামুল হাসান শাকিল এর আগে নেপালের ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ সফলভাবে সম্পন্ন করা প্রথম বাংলাদেশি হিসেবে খ্যাতি অর্জন করেছেন, যা বিশ্বের ৩৩ জন পর্বতারোহী এখন পর্যন্ত সম্পন্ন করতে পেরেছেন।