পর্যটন বিচিত্রা ডেস্ক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান সফল হলে সবচেয়ে কম বয়সে কম সময়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করবেন শাকিল। ৯০ দিনের এ অভিযানে শাকিল বাংলাদেশ, ভারত ও নেপালের ওপর দিয়ে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দেবেন। এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উঁচু শিখরে আরোহণের পরিকল্পনা রয়েছে তার।
অভিযান উপলক্ষ্যে এক অনুষ্ঠানে শাকিল বলেন, যাত্রাপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে দেশের হয়ে বড় কোনো অর্জন আনতে পারলে সেটি হবে জীবনের সবচেয়ে বড় পাওয়া। এ অভিযানে পরিবারসহ অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষদের সহযোগিতা আমাকে ব্যাপক অনুপ্রাণিত করেছে।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের জন্য গৌরব বয়ে আনে এমন ভালো উদ্যোগের সঙ্গে আমরা সবসময় থাকতে চেয়েছি। পর্বতারোহী শাকিলের এ অভিযানে সবধরনের সহযোগিতা আমরা করব, যেন তিনি সঠিকভাবে তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হন।’