পর্যটন বিচিত্রা ডেস্ক
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাজেক পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সভায় আজ দুপুর থেকে সাজেকে পর্যটকদের ভ্রমণে উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের অবকাশ ম্যানুয়েল রিসোর্টসহ আশেপাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে ১৪৫টি রিসোর্ট-দোকান-বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি বলে জানান হোটেল-মোটেল মালিক ব্যবসায়ীরা।