পর্যটন বিচিত্রা প্রতিবেদন
এভারেস্ট আর লোৎসে জয়ের পর এবার এ যাত্রা সফল হলে এটি হবে- ৮ হাজার মিটারের বেশি তৃতীয় কোনো পর্বত আরোহণ বাবর আলীর। বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ অন্নপূর্ণা-১ এ এটিই হতে চলেছে বাংলাদেশ থেকে প্রথম অভিযান। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন বাবর আলী।
শনিবার সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, এভারেস্ট ও লোৎসে অভিযানের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহনের ইচ্ছা পোষণ করছি। অন্নপূর্ণা-১ সেই লক্ষ্যের দিকে আরেকটি পদক্ষেপ। ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব। আমাদের দেশ থেকে এরকম প্রচেষ্টা কখনো হয়নি। এমনকি ভারতে কেউ নেই- যিনি ১৪টি আট হাজার মিটার (পর্বত) আরোহণ করেছেন। অন্নপূর্ণা-১ এর উচ্চতা ২৬ হাজার ৫৪৫ ফুট বা ৮ হাজার ৯১ মিটার।
তিনি বলেন, অন্নপূর্ণা-১ অভিযান নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। এখানে সামিটের সাথে পর্বতে প্রাণ হারানো আরোহীদের অনুপাত লক্ষ্য করলেই এই পর্বতারোহণের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা করা যায়। আমি সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এ কারণেই অন্নপূর্ণা-১ এর মতো শৃঙ্গ বেছে নিয়েছি।
অন্নপূর্ণা-১ অভিযানের জন্য বাবর আলী বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা হয়ে তাতোপানির উদ্দেশে যাবেন। চারদিনের ট্রেকিং শেষে পৌঁছাবেন অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে। সেখান থেকেই মূল অভিযান শুরু হবে।
পর্বতের গায়ে খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়ার কারণে অন্নপূর্ণা-১ আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় পর্বতারোহীদের কাছে।
গত বছর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে আরোহণ করেন বাবর আলী। একই অভিযানে দুটি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণের কৃতিত্ব বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে কেবল বাবর আলীরই আছে। এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবালাম আরোহণ করেন তিনি।