■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
পর্যটকের জন্য শান্তির আশ্রয় এই হোটেল। রুমে বসে সমুদ্র দেখতে চাইলে রামদা হতে পারে অন্যতম পছন্দনীয় গন্তব্য। চলুন হোটেলটির বিস্তারিত সব তথ্য জেনে নেওয়া যাক।
হোটেলের অবস্থান
কক্সবাজারের কলাতলী বিচের ঠিক সামনে সায়মান হোটেলের পাশে রামাদা ইন্টারন্যাশনাল হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার অবস্থিত। রুমের ডিসকাউন্ট মূল্য যেকোন সময় পরিবর্তন হতে পারে। রুম বুকিং এর পূর্বে ডিসকাউন্ট সম্পর্কে আপডেট জেনে নিবেন।

রামাদা হোটেলে যাওয়ার উপায়
বাস, ট্রেন, প্লেনে প্রথমে কক্সবাজার আসতে হবে। কক্সবাজার ডলফিন মোড় থেকে মাত্র ৩৫০ মিটার দূরত্বেই রামাদা হোটেলটি অবস্থিত । ব্যক্তিগত গাড়ি নিয়েও অতি সহজে কক্সবাজার আসতে পারবেন। আর কক্সবাজার কলাতলী মোড় থেকে খুব কাছেই হোটেলের অবস্থান।
বাস : ঢাকা বা দেশের যেকোন স্থান থেকে সরাসরি কক্সবাজারে বাসে উঠবেন। ঢাকা থেকে উল্লেখ্যযোগ্য বাস- গ্রীন লাইন, সোহাগ, সেন্টমার্টিন পরিবহন, শ্যামলী, হানিফ, ইউনিক, এনা ইত্যাদি।
ট্রেন : ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন সরাসরি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকেও এই ট্রেন দুইটিতে উঠা যাবে।
প্লেন: ঢাকা থেকে সারাদিনই কক্সবাজারগামী প্লেন চলাচল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস বাংলা, এয়ার আস্ট্রা। রামাদা হোটেলের সুযোগ সুবিধা ১৪১টি রুম, সারাদিন ডাইনিং, ব্যাঙ্কুয়েট হল এবং মিটিং রুম, হেলথ ক্লাব, স্পা।