ভারতের উত্তর সিকিমে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ধসের জেরে আটকে পড়েছিলেন বহু পর্যটক। দেশটির সেনাবাহিনী তাদের উদ্ধার করেছে।
শনিবার ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটকে পড়া প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে রয়েছেন ২১৬ জন পুরুষ, ১১৩ নারী ও ৫৪ জন শিশু।
গত দুই তিন দিন ধরে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। বিশেষ করে উত্তর সিকিমের লাচুং, লাচেন, চুংথাংয়ে বৃষ্টির ফলে ধস নেমেছে একাধিক জায়গায়। ধসের ফলে লাচুং থেকে লাচেন যাওয়ার সময় চুংথাংয়ের কাছে আটকে পড়েছিলেন প্রায় ৫০০ পর্যটক। তাদের উদ্ধার করেছে সেনাবাহিনী।
পর্যটকদের উদ্ধার করে প্রয়োজনীয় খাদ্য, পানীয় এবং শীত বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। শিবিরে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রয়েছে।
সিকিমসহ সমতলে আগামী কয়েক দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন সিকিমের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গোপীনাথ রাহা। তিনি বলেন, আগামী তিন থেকে চার দিন পাহাড়সহ সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও আবার ভারি বৃষ্টিও হতে পারে।