পর্যটন বিচিত্রা ডেস্ক
রাজশাহী অঞ্চলের প্রখ্যাত ওলি হজরত শাহ মখদুম (র.)-এর ভাবশিষ্য হজরত শাহ ফরিদ (র.) ষোড়শ শতাব্দীর প্রথমদিকে রাজশাহী থেকে কুমিরের পিঠে চড়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বড়াল নদী দিয়ে এ স্থানে (বর্তমান পার ফরিদপুর) এসে থামেন।
জায়গাটি তখন গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল। হজরত শাহ ফরিদ (র.) সেখানে আস্তানা গাঁড়েন। তাঁর আল্লাহ ভক্তি এবং বিভিন্ন কেরামতি দেখে এলাকায় তাঁর অনুসারী ও ভক্তের সংখ্যা বেড়ে যায়। তাই এলাকাটি তার নামানুসারে ফরিদপুর নামে পরিচিতি পায়। লোকশ্রুতি আছে, যে কুমিরের পিঠে চড়ে তিনি এখানে এসেছিলেন সেই কুমির হজরত শাহ ফরিদ (র.)- এর মৃত্যুর পর ৫/৬ বছর পর্যন্ত বছরে ২/১ বার বর্তমান মাজারস্থলের সোজাসুজি বড়াল নদীর ঘাটে ভেসে উঠত। কিন্তু একদিন এক শিকারি কুমিরটি লক্ষ করে গুলি ছোড়ার পর থেকে কুমিরটিকে আর দেখা যায়নি।
যেভাবে যাবেন
ফরিদপুর উপজেলা থেকে পারফরিদপুর-বনওয়ারীনগর সংযোগ ব্রিজ হয়ে রিকশা বা ভ্যানযোগে এই মাজারে যেতে পারেন।