পর্যটন বিচিত্রা ডেস্ক
তিনতলা এই মসজিদটির চারপাশে চারটি মিনার ও মাঝখানের গম্বুজটির বিশালতা সবাইকে আকর্ষণ করে। মসজিদের সামনে বিশালাকার বাসভবন, মাহফিল করার জন্য বিশালাকারের স্থায়ী স্টেজ, একটি সমৃদ্ধ কুতুবখানা বা লাইব্রেরি, দুটি মাদ্রাসা ভবন রয়েছে।
দরবারের ভবন সংলগ্ন একটি বিশালাকার ফটক নির্মাণ করা হয়েছে। বাংলা সনের ফাল্গুন মাসের প্রথম বুধবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে অনেক ভক্ত এখানে জমায়েত হয়।