পর্যটন বিচিত্রা ডেস্ক
কয়েক হাজার বছর আগের সোনা, রুপা, লোহা, ব্রোঞ্জ, পাথর, কাঁসাসহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ ও পোড়ামাটির তৈরি মূর্তি, আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র জাদুঘরে সংরক্ষিত রয়েছে। মহাস্থানগড় জাদুঘর প্রাঙ্গণে ফুলবাগান তৈরি করে চারপাশে নানা জাতের গাছ লাগিয়ে এর আকর্ষণ আরও বৃদ্ধি করা হয়েছে।
মহাস্থানগড়ের টিলাসংলগ্ন আমবাগানে গড়ে তোলা হয়েছে পিকনিক স্পট। এছাড়াও দেশ-বিদেশের অতিথিদের জন্য করতোয়া নদীর পাড়ে আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে।