পর্যটন বিচিত্রা প্রতিবেদন
অনেকের মতে, এলাকার মাটি লাল হওয়ায় দুয়ারটি তামার বর্ণ ধারণ করাতে এর নাম তাম্র দুয়ার হয়েছে। খননের ফলে এখানে কিছু অলংকৃত ইট পাওয়া গেছে। তাম্র দুয়ারটি কোন সালে তৈরি হয়েছিল তা নিশ্চিত করে জানা যায়নি। তবে এ যাবৎ প্রাপ্ত নমুনা অনুযায়ী এই তাম্র দুয়ারটি মৌর্য, গুপ্ত, পাল বা অন্য কোনো সময়ে নির্মিত হয়েছিল।