পর্যটন বিচিত্রা ডেস্ক
ধারণা করা হয়, ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পের আগে করতোয়া নদীর সাথে সংযুক্ত বারাণসী বিলে জাহাজ বা বড় নৌকা ভিড়ত। তা থেকেই জাহাজঘাটা নাম হয়েছে। মহাস্থানগড়ে আগত পর্যটকদের কথা বিবেচনায় রেখে বাংলাদেশ পর্যটন করপোরেশন মহাস্থানগড়ের জাহাজঘাটা প্রত্নস্থলটির পাশে একটি সুদৃশ্য স্ন্যাক্স কর্নার ও টয়লেট স্থাপন করেছে। উক্ত স্ন্যাক্স কর্নারে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড ও ড্রিংকস পাওয়া যায়।