পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মেলার উদ্বোধন উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলায় দেশীয় পণ্যের ৫২টি স্টল রয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।
পুনাকের সহ-সভানেত্রী অ্যামি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাদউজ্জামান প্রমুখ।