পর্যটন বিচিত্রা ডেস্ক
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে। জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।