উত্তর ভারতের প্রয়াগরাজ শহরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসবে কুম্ভ মেলা। সোমবার থেকে তারা সেখানে পবিত্র স্নান শুরু করেছেন। মহাকুম্ভ মেলা হিসাবে পরিচিতি এই উৎসবকে মানব ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হিসাবে বর্ণনা করা হয়ে থাকে। খবর বিবিসির।
সোমবার শুরু হওয়া এই মেলায় যোগ দিতে এরই মধ্যে শহরটিতে পৌঁছেছে ৫০ লাখের বেশি মানুষ। ১২ বছর পরপর এ মেলা অনুষ্ঠিত হয়। গতকাল শুরু হওয়া মেলা চলবে ছয় সপ্তাহ। হিন্দুরা বিশ্বাস করেন, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সংযোগস্থলে গোসল করলে পাপ মোচন হয়। প্রায় ৪০ কোটি তীর্থযাত্রী মেলায় অংশ নেবেন।
হিন্দুরা বিশ্বাস করে যে, পবিত্র নদীতে ডুব দেওয়া হলে তারা যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করবেন। তাদের আত্মাকে শুদ্ধ করবে এবং তাদের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত করবে; কারণ হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো মুক্তি।
এই মহামেলার জন্য প্রায় ৭ হাজার কোটি রুপি বাজেট বরাদ্দ করা হয়েছে। মহাকুম্ভ মেলা থেকে উত্তর প্রদেশের অর্থনীতিতে ২ লাখ কোটি রুপি যোগ হবে। এই মেলার আকার এত বিশাল যে, এটি মহাকাশ থেকেও দেখা যায়।