নারায়ণগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টারের স্থায়ী প্যাভিলিয়নে জমেছে বাণিজ্য মেলার ২৯তম আসর। বাণিজ্য মেলায় এবার ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানের স্টলসহ বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ আছে।
দেশীয় পণ্যের স্টলের পাশাপাশি বিদেশি স্টল ও প্যাভিলিয়নগুলোয় ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অনেকে আবার সচরাচর পাওয়া যায় না—এমন অচলিত পণ্যের খোঁজে মেলায় যান। মেলা ঘুরে ক্রেতাদের আগ্রহের পণ্যগুলোর ব্যাপারে জানা গেল।
এবারের মেলায় দেশীয় পণ্যের মধ্যে রয়েছে জামদানি, মণিপুরি ও রাজশাহী সিল্কের শাড়ির পসরা সাজিয়ে বসেছে কয়েকটি স্টল। নানা রকম চিনামাটির গয়না, শাড়ি, কুর্তা, ঘর সাজানোর জিনিস, শতরঞ্জি, খেলনা, জুতা, খাদ্যদ্রব্য, পাটের সামগ্রী, নকশিকাঁথা, ব্যাগসহ দেশীয় জিনিস আছে। এছাড়া মিলবে কুষ্টিয়ার কুমারখালীর তাঁতে বোনা গামছা, রুমাল, বিছানার চাদর, লুঙ্গিসহ বিভিন্ন পণ্য।
প্রতিবারের মতো এবারও ভারতীয় স্টলগুলোয় মিলছে কাশ্মীরি শাল, ভিন্ন ছাঁটের ফ্যাশনেবল পঞ্চ, মাফলার, ওয়ান–পিস, থ্রি–পিস প্রভৃতি। ভেলভেট ও কারচুপির কাজ করা কুশনকভার ও টেবিলরানারগুলো বেশ নজর কাড়ছে। জয়পুরী স্টলগুলোয় বিছানার চাদর, ব্যাগ ও জুতার দোকানে দেখা গেল উপচে পড়া ভিড়। জুতার মধ্যে নাগরা, জুত্তি, চপ্পল ও স্যান্ডেল থাকলেও ভারী কাজ করা জুতা এবার বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। অনেকে বানজারা ব্যাগ ও মেটাল ব্যাগও কিনছিলেন। স্টিলের বাসনকোসনের জন্য আছে দিল্লি অ্যালুমিনিয়ামস।
তুরস্কের স্টলে দৃষ্টিনন্দন আলোকবাতি ছাড়াও পাবেন ঐতিহ্যবাহী তৈজসপত্র এবং অন্দরসজ্জার পণ্য। ইস্তাম্বুল ও ইরানের স্টলগুলোয় আছে বাহারি সব কার্পেট। বিভিন্ন মাপ ও ডিজাইনের সিল্ক কার্পেট, সিনথেটিক কার্পেট, উলের কার্পেট, কাশ্মীরি কার্পেট। আর আছে নানা বুননের জায়নামাজ। প্রতিবারের মতো এবারও ইরানি স্টলে নজর কাড়ছে অ্যাক্রিলিক ফাইবারের তৈরি রঙিন ছাপের তৈজসপত্র।
বরাবরের মতো এবারও বাণিজ্য মেলায় ছেলেদের শার্ট, কোট, ব্লেজার, স্যুট ও প্রিন্স কোটের কয়েকটি স্টল রয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ মূল্যছাড়। শিশুদের খেলনার স্টলেরও অভাব নেই। তাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন স্টলে নানা কার্টুন ও মজার চরিত্রের মানবপুতুলও রাখা হয়েছে।
দেশি ও বিদেশি প্যাভিলিয়ন বাদে গয়না, মেকআপের সামগ্রী, মাথার কাঁটা, ক্লিপ, খোঁপা, কোরিয়ান ও চীন থেকে অনুপ্রাণিত পণ্য, চাবির রিং, আয়নাসহ সব ধরনের জিনিস কিনছেন। কয়েকটি দোকানে দেখা গেল নামীদামি ব্র্যান্ডের সুগন্ধির রেপ্লিকা। আছে আতরের স্টলও।
অ্যালুমিনিয়াম ও স্টিলের ক্রোকারিজের দোকানে লোকসমাগম বেশি। সঙ্গে আছে মেলামাইনের নানা রকম থালাবাসন। বাটি, থালা, গ্লাস, কড়াই, চামচ থেকে শুরু করে ননস্টিক কড়াই, কুকার, ওভেনসহ সংসারের টুকিটাকি অনেক রকম জিনিস এখানে মিলবে। কয়েকটি দোকান থেকে একটি পণ্য কিনলে অনেকগুলো বিনা মূল্যেও পাওয়া যায়।
কেনাকাটা করে ক্লান্ত হযে পড়লে আছে বাহারি রকমের খাবার। খাদ্যদ্রব্যের স্টলের মধ্যে আচার ও শুকনা খাবারের স্টল সবচেয়ে বেশি। বিক্রি হচ্ছে পাঁপড়, চিপস, চানাচুর ইত্যাদি মুখরোচক খাবার। তবে কোরিয়ান রেডি টু ইট নুডলস ও কাপ নুডলসের স্টলে ক্রেতার চাপে পা ফেলার জায়গা নেই। প্রতিবারের মতো এবারও দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের খাবারের স্টল বসেছে। বিভিন্ন পণ্যের ওপর যেখানে থাকছে মূল্যছাড়।
পূর্বাচলে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে বিআরটিসির বিশেষ শাটল বাস। কুড়িল বিশ্বরোড, খেজুরবাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে এগুলো ছাড়ছে। নির্দিষ্ট রুটগুলোয় যাত্রীদের আবার পৌঁছে দেবে এসব বাস। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৩৫ টাকা। খেজুরবাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে ৯০ টাকা।