রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে শুরু হওয়া ঢাকা ট্রাভেল মার্ট নামে এ মেলা চলবে ২০ মে (শনিবার) রাত ৮টা পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করা যাবে। মেলায় প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা।
মেলার মূল আয়োজক ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছে বেসরকারি খাতের নবীনতম এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। ইউ-এস বাংলা এয়ারলাইন্স ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড যথাক্রমে প্রিমিয়াম স্পন্সর এবং ব্যাংকিং পার্টনার হিসেবে পৃষ্ঠপোষকতা করছে।
এবারে মেলায় এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারীসহ পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, ইউএই ও স্বাগতিক বাংলাদেশ।
মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় প্যাকেজ রয়েছে; যার মধ্যে রয়েছে কম মূল্যে এয়ার টিকিট, হোটেল রুম, ট্যুর প্যাকেজ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের পর্যটন শিল্পের বড় সম্পদ। শুধুমাত্র সঠিক পরিকল্পনা, সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা এ সম্পদ থেকে বিশেষভাবে লাভবান হতে পারি।
তিনি বলেন, দেশে ট্যুরিজম মাস্টার প্ল্যান অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়িত করা গেলে দেশের পর্যটন শিল্পে বিপ্লব ঘটবে। বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হলে অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও আমাদেরকে আকর্ষণীয় পর্যটন প্রোডাক্ট তৈরি করে তা সারা বিশ্বে প্রচার করতে হবে।
মেলা ঘুরে দেখা গেছে, ভ্রমণপিপাসুদের আনাগোনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পর্যটন মেলায়। এসব ভ্রমণপ্রেমী মানুষরা স্টলে স্টলে ঘুরছেন আর ভ্রমণবিষয়ক বিভিন্ন প্যাকেজ, ছাড় ও সেবা সম্পর্কে জেনে নিচ্ছেন। অনেকেই পছন্দের প্যাকেজ গ্রহণ করছেন।
বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার সহকারী ব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) খন্দকার আরিফ উল ইসলাম পর্যটন বিচিত্রাকে বলেন, কক্সবাজারের হোটেলে দুই রাত থাকা ফ্রি এমন একটি প্যাকেজ আছে আমাদের। এ প্যাকেজে দুজনের ঢাকা থেকে কক্সবাজার রিটার্ন টিকিট দেয়া হবে। প্রতি টিকিট ৯ হাজার ৯৯০ টাকা থেকে শুরু।এছাড়া সব ধরনের অভ্যন্তরীণ গন্তব্যের টিকিটে ২০ ভাগ ছাড় রয়েছে। এছাড়া ইবিএল প্লাটিনাম কার্ডধারীরা অতিরিক্তি আরও ২০ ভাগ ক্যাশব্যাক পাবেন।
নভোএয়ারের বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান মেসবাহ-উল-ইসলাম পর্যটন বিচিত্রাকে বলেন, নভোএয়ারের সব রুটের টিকিটের মূল্যে ১৫ ভাগ ছাড় এবং কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার রয়েছে। এছাড়া স্মাইলস সদস্যদের জন্যও আছে আকর্ষণীয় অফার।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহির মো. জাবের, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) যোগাযোগ ও বহিঃবিষয়ক প্রধান জিয়াউল করিম ও বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বক্তব্য রাখেন।
If you’re taking into consideration starting urotrin 400 mg precio birth control pills, talk to your doctor to guarantee you make an informed choice that suits your private demands.