পর্যটন বিচিত্রা ডেস্ক
যাত্রীরা ৩০ কেজি চেক-ইন লাগেজ এবং ৭ কেজি হ্যান্ড লাগেজ সুবিধা পাবেন। এয়ারবাসের এ-৩২০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করছে ফিটসএয়ার। এই রুটের দূরত্ব ২ হাজার ১৫৯ কিলোমিটার। বাংলাদেশে ফিটস এয়ারের জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।
সম্প্রতি (১৬ এপ্রিল,২০২৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডি, ফিটস এয়ারের বাংলাদেশ জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন মিয়া, ও ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার রুয়ানথি ডেলপিটিয়া।
ফিটসএয়ার ২০২৩ সালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল। অনুমতি পেয়ে মঙ্গলবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এ বিমান পরিষেবা কোম্পানি।
ফিটস এয়ারের নির্বাহী পরিচালক আম্মার কাশিম বলেন, “বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই দেশের ব্যবসায়িক ভ্রমণকারী এবং পর্যটকদের জন্য প্রতিযোগিতামূলক ভাড়ায় ফ্লাইটের ব্যবস্থা করেছে ফিটস এয়ার। আমরা আশা করছি এই ফ্লাইট ঢাকা ও কলম্বোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”
বর্তমানে শুধু শ্রীলঙ্কান এয়ারলাইন্স ঢাকা-কলম্বো রুটে ফ্লাইট পরিচালনা করছে। তবে বাংলাদেশিরা ভারত ও মালদ্বীপে ট্রানজিট নিয়ে অন্যান্য এয়ারলাইন্সেও শ্রীলঙ্কা যেতে পারেন। ফিটস এয়ার বাংলাদেশি যাত্রীদের ঢাকা থেকে কলম্বোর পাশাপাশি শ্রীলঙ্কার বিভিন্ন অভ্যন্তরীণ বিমানবন্দরে পৌঁছে দিবে।
ফিটসএয়ার যাত্রা শুরু করে ১৯৯৭ সালে। বর্তমানে কলম্বো থেকে ঢাকার পাশাপাশি দুবাই, মালে, চেন্নাই রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে এ কোম্পানি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিটসএয়ারের ঢাকা অফিস এসব তথ্য জানিয়েছ।