পর্যটন বিচিত্রা ডেস্ক
ঢাকা থেকে কুনমিং এবং চীনের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকারী সকল যাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে যে, চীন কাস্টমস প্রবিধান (Customs Regulation) অনুযায়ী, কিছু পণ্য চীনে আনার ক্ষেত্রে কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে, ঢাকা থেকে কুনমিং ও অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীদের ওষুধ, কাঠ, এবং মোবাইল ফোনের মাদারবোর্ড/অ্যাকসেসরিজ পরিবহনে বৃদ্ধি পাচ্ছে।
দয়া করে অবগত করা যাচ্ছে যে, এই পণ্যগুলিকে চীনে বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং কঠিন শাস্তি যোগ্য অপরাধ। চীন কাস্টমসের নিষিদ্ধ তালিকাভুক্ত পণ্যের মধ্যে ওষুধ, কাঠ, মোবাইল ফোন অন্তভূক্ত। এই প্রবিধান লঙ্ঘনের ফলাফল বেআইনি ও পণ্য হতে পারে বাজেয়াপ্ত।
বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত যাত্রীদের আগে চীন কাস্টমস প্রবিধান জানার অনুরোধ করা হয়েছে। ভ্রমণে অসুবিধা ও আইনি জটিলতা এড়াতে নিশ্চিত করুন যে আপনি কোনো নিষিদ্ধ পণ্য বহন করছেন না। সমস্ত যাত্রীদের TSA লাগেজ বহন করার পরামর্শ দেয়া হয়।
এই প্রবিধানগুলি মেনে চলার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা ও অত্যন্ত প্রশংসা করা হয়। একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে চীন কাস্টমসের প্রবিধান মেনে চলার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।