পর্যটন বিচিত্রা প্রতিবেদন
সোমবার (২০ জানুয়ারি) রাতে চাঁদপুর আউটার স্টেডিয়ামে ফুলেল ফিতা কেটে, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
মেলার পরিচালনার দায়িত্বে থাকা এফবিসিসিআই এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. সালাহউদ্দিন জানান, মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলায় শতাধিক বাণিজ্যিক স্টল স্থান পেয়েছে। মেলা প্রাণবন্ত করতে তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন গেইট, লাইটিং টাওয়ার, ঝর্ণা এবং অফিস কক্ষ। বাচ্চাদের বিনোদনের জন্য মেলা মাঠে বসানো হয়েছে নাগর দোলা, সাম্পান, ড্রাগন ট্রেন, মিনি ট্রেন, ওয়াটার বোর্ড, স্রিপার, জাম্পিংসহ নানান বিনোদনের ইভেন্ট।
তিনি আরও জানান, জামদানি শাড়ি, পাটজাত পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্যের সমাহার রয়েছে মেলায়। আরও আছে মুখরোচক খাবার, চটপটি, থ্রি পিচ গ্যালারী, বাচ্চাদের খেলনা সামগ্রী, কসমেটিক ও গৃহ সজ্জার স্টল। মেলার সার্বিক নিরাপত্তার জন্য ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বেস্ট ফিডিং, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি কক্ষ। অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা এবং দুই শিফটে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।