পর্যটন বিচিত্রা প্রতিবেদন
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে মাসব্যাপী এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবারের ন্যায় এবারেও স্বনামধন্য মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট এর স্বত্বাধিকারী মনতাজুল ইসলাম মনতা এর ব্যবস্থাপনায় ৩৩১টি স্টলের অংশগ্রহণ মেলার পরিধি বাড়িয়ে তুলেছে। সবকটি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।