রাঙামাটিতে জমে উঠেছে তারুণ্যের উৎসবের লোক ও কারুশিল্প মেলা। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ছিল সাপ্তাহিক ছুটির দিন আর সেই সঙ্গে মেলার দ্বিতীয় দিন।
নানা বয়সের নারী-পুরুষের পাদচারনায় মুখর ছিল মেলার চত্বর। শুধু তরুণ-তরুণীরা নয়, শিশু থেকে বৃদ্ধরাও ঘুরতে আসে মেলাতে। তাই মেলা সাজানো হয়েছে সবার পছন্দের নানা পণ্যসামগ্রী দিয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় রাঙামাটি শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়”-এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা আয়োজন করা হয়।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এসময় রাঙামাটি পুলিশ সুপার এস এম ড. ফরহাদ হোসেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন, রাঙামাটি সদর সেনা জোনের কমান্ডার লে. কর্ণেল এরশাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এই লোক ও কারুশিল্প মেলা চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।
লোক ও কারুশিল্প মেলায় এবার স্থান পেয়েছে ১২০টি স্টল। প্রতিটি স্টল সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিতে। মৃৎশিল্প, কারুশিল্প, বাঁশশিল্প ও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বস্ত্রশিল্পসহ শিশুদের খেলনা, নারীদের কসমেটিকস সামগ্রিসহ বসেছে শাড়ি, ছুড়ি, জুতা ও খাবারের স্টল।