ভোলা সদরের বাংলাবাজারে আধুনিক নকশায় নির্মিত হয়েছে বিশাল স্থান জুড়ে অত্যন্ত দৃষ্টিনন্দন ফাতেমা খানম জামে মসজিদ। সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-এর পৃষ্ঠপোষকতায় এ মসজিদটির নির্মাণকাজ ২০০২ সালে শুরু হয়। মন্ত্রীর মায়ের নামে মসজিদটির নামকরণ করা হয় এবং উদ্বোধন হয় ২০১২ সালে।
১০,২০০ বর্গফুট আয়তনের দোতলা এ মসজিদে একটি বড়ো গম্বুজসহ মোট ৫টি গম্বুজ রয়েছে। মসজিদের অভ্যন্তরভাগে ৫টি ঝাড়বাতি রয়েছে এবং আলোকসজ্জা অত্যন্ত চমৎকার। ১.৬০ একর স্থান নিয়ে নির্মিত মসজিদের বহিরাঙ্গনের চতুর্দিকে গ্রিল দ্বারা বেষ্টিত এবং ভেতরের অংশ সবুজ ঘাসে ঢাকা। এ মসজিদে ২৫০০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।