নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ ভোলা জেলার সদর উপজেলার উকিল পাড়ায় অবস্থিত মসজিদ। নিজাম হাসিনা ফাউন্ডেশন এর অর্থায়নে নির্মিত আধুনিক মসজিদ।
২৪ হাজার স্কয়ার ফুট বা দেড় একর জমির ওপর মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ ও তার পরিবারের অর্থায়নে গঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ মসজিদটি নির্মাণ করা হয়। এটিতে প্রায় ৫২ হাজার শ্রমিক ৭ বছর নির্মাণ কাজ করেছেন।
স্থাপত্য প্রকৌশলী কামরুজ্জামান লিটন আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইন করেন। মসজিদটি ২৪ হাজার স্কায়ার ফুট জমির ওপর নির্মিত মার্বেল পাথরসহ বিভিন্ন দামি পাথর ও আধুনিক স্থাপত্যশৈলীর কারুকার্য দ্বারা নির্মিত দুই তলা। এতে ১২০ ফুট দুটি মিনার ৬০ ফুট চারটি গম্বুজ রয়েছে। পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান ও অযু করার জায়গা রয়েছে। মুসলিম পাঠকদের জন্য একটি ইসলামী লাইব্রেরি ও একটি আধুনিক হিফজখানা ও রমজানে ইতেকাফকারীদের জন্য একটি গোসলখানা রয়েছে।
দরজা রয়েছে তিনটি। গেইট রয়েছে দুইটি। খতিব, ইমাম এবং মোয়াজ্জিনের জন্য দুইটি কক্ষ রয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যানের জন্য রয়েছে একটি অফিস।মসজিদের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাতে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। মসজিদের চারপাশে ফুলের গাছ দিয়ে বেষ্টিত।