■ পর্যটন বিচিত্রা ডেস্ক
ভোলা শহরের কাঁচা দই খুব বিখ্যাত। প্রচলিত প্রণালী অনুযায়ী জ্বাল দিয়ে দুধ ঘন না করে মহিষের কাঁচা দুধ থেকে সরাসরি প্রস্তুতকৃত সাদা রঙের এই দই চিনি সহযোগে খাওয়া হয়।
এছাড়াও ঘুইঙ্গার হাটের মিষ্টি খুব প্রসিদ্ধ। অতিথি আপ্যায়নে এখানকার দই ও মিষ্টির কদর দক্ষিণাঞ্চলসহ সারাদেশে রয়েছে।