বরিশাল জেলার বাকেরগঞ্জে অবস্থিত এই গির্জাটি একটি প্রাচীন স্থাপনা। বাকেরগঞ্জ থেকে এর দূরত্ব ৬ কিলোমিটার। ১৭৬৩ সালে একদল পর্তুগিজ সর্বপ্রথম এখানে আশ্রয় নেয়। তারা এখানে বসতি স্থাপন করার পর তাদের উদ্যোগে এই গির্জাটি নির্মাণ করা হয়।
এটি একটি রোমান ক্যাথলিক গির্জা। বিশাল আকারের গির্জাটি দক্ষিণমুখী এবং এর চারপাশে চমৎকার বাগান রয়েছে। এছাড়াও এখানে পর্তুগিজদের ইমারত ও কবর রয়েছে।