বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বা সীতেশবাবুর বন্যপ্রাণীর সেবাশ্রমের অবস্থান শ্রীমঙ্গলের নিকটবর্তী রূপসপুরে। ব্যক্তিগত এ চিড়িয়াখানায় রয়েছে বিরল প্রজাতির অনেক পশুপাখি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- লজ্জাবতী বানর, চিতা বিড়াল, মর্মর বিড়াল, মেছো বাঘ, খেঁকশিয়াল, কালো ভালুক, উল্লুক ও চিত্রা হরিণ। এছাড়াও রয়েছে নানান প্রজাতির দেশি-বিদেশি পাখি। শীতে চিড়িয়াখানা সংলগ্ন হ্রদে অতিথি পাখির আগমন ঘটে।