পর্যটন বিচিত্রা ডেস্ক
১৯৯৬ সালে লাউয়াছড়া বনাঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এর গাছের কাণ্ডগুলো ডালপালাবিহীনভাবে বেশ উঁচু হয়ে ওঠে। এটি রেইন ফরেস্টগুলোর মধ্যে অন্যতম।
এ বনে প্রায় ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভচর, ৬ প্রজাতির সরীসৃপ, ২০ প্রজাতির স্তন্যপায়ী ও ২৪৬ প্রজাতির পাখি রয়েছে। বিশাল কয়েকটি পাহাড় এই বনকে ঘিরে আছে। বনের ভেতরে পায়ে চলার ৩টি পথ রয়েছে। দেশের ১৭টি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে এটি প্রাচীনতম।
নিসর্গ ও জীববৈচিত্র্যপূর্ণ এ বনাঞ্চলে রয়েছে নানারকম গাছপালা, লতাগুল্ম ছাড়াও লজ্জাবতী বানর, উল্লুক, হনুমান, বনমোরগ, চিতাবাঘ, কুলু বানরসহ বেশ কিছু বিরল প্রজাতির পশুপাখি। এ বনের আরেকটি অন্যতম আকর্ষণ লাউয়াছড়া খাল।