সিলেট থেকে ৭০ কি.মি. এবং মৌলভীবাজার সদর থেকে ৭২ কি.মি. দূরে বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত। এটি দেশের সর্ববৃহৎ জলপ্রপাত এবং এর উচ্চতা ১৬২ ফুট। এখানে ২৭২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে জলরাশি অবিরাম ধারায় নিচে পড়ছে।
এই পাহাড়ের বিস্তৃত এলাকাজুড়ে প্রবহমান ছড়া বা ঝরনা রয়েছে। এর ওপরের অংশের নাম গঙ্গামারা আর নিচের অংশ মাধবছড়া। গঙ্গামারা থেকে পানি খাড়াভাবে নিচে গড়িয়ে পড়ে মাধবছড়ায়। গড়িয়ে পড়া পানির আঘাতে নিচে তৈরি হয়েছে বিশাল এক কুণ্ড।
জলপ্রপাতের কাছে বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর উদ্যোগে পিকনিক স্পট, রেস্তোরাঁ ও পার্কিং সুবিধা গড়ে তোলা হয়েছে। এ স্থানটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হওয়ার কারণে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন।