মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ৫০ কি.মি. দূরে কমলগঞ্জ উপজেলার পাঁচ কি.মি. দক্ষিণে এর অবস্থান। এই মাধবপুর চা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে মনোমুগ্ধকর কৃত্রিমভাবে তৈরি মাধবপুর হ্রদ। এ হ্রদে রয়েছে প্রচুর নীল শাপলা ও নীল পদ্ম।
চা বাগানের নৈসর্গিক পরিবেশে হ্রদের পানিতে দেশি নৌকায় নৌবিহার করা যায়। শীত মৌসুমে এখানে বিভিন্ন প্রজাতির প্রচুর অতিথি পাখির সমাগম হয়। কৃত্রিম হ্রদের চারপাশে উঁচু টিলার ওপর অবস্থিত চা বাগানটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট।