শহর থেকে প্রায় দুই কি.মি. দূরে মৌলভীবাজারের প্রধান নদী মনু নদীতে প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। বন্যার প্রকোপ থেকে ৫৪০ বর্গ কি.মি. এলাকা রক্ষার জন্য মনু ব্যারেজ তৈরি করা হয়। এ ব্যারেজে খননকৃত মনোরম হ্রদটিতে পর্যটকদের জন্য প্যাডেল বোটে পরিভ্রমণের ব্যবস্থা আছে।