মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শহর থেকে ১২ কি.মি. দূরে অবস্থিত এ পাথারিয়া পাহাড়ের দৈর্ঘ্য প্রায় ৪০ কি.মি.। ভূতাত্ত্বিক ধারণা অনুযায়ী, এ পাহাড়ের বয়স ২০ লক্ষ বছরেরও বেশি। বড়লেখার অন্তর্গত পাহাড়টির একাংশ ‘পাথারিয়া’ এবং অপরাংশ ‘মাধবকুণ্ড’ বা ‘মাধবছড়া’ নামে পরিচিত।
এই পাথারিয়া পাহাড়ের বুক চিরেই মাধবকুণ্ড জলপ্রপাতের সৃষ্টি। এ সবুজ পাহাড়ে একসময় রয়েল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ ছিল। বর্তমানে বাঘ হারিয়ে গেলেও এ বনে হরিণের উপস্থিতি লক্ষ করা যায়। এছাড়া এখানে বিভিন্ন পশুপাখি, নানা প্রজাতির গাছপালা রয়েছে।