পর্যটন বিচিত্রা ডেস্ক
ইটের নির্মিত বর্গাকার সমাধি সৌধটির প্রতি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। সমাধিটি একটি গম্বুজ দ্বারা আচ্ছাদিত। নামফলক থেকে জানা যায়, এটি সৈয়দ মহিউদ্দিন শাহ্ ওরফে ঝুনঝুনি শাহ (র.)-এর মাজার। তিনি ১০৭৬ হিজরিতে (১৬৭৫ খ্রি.) মৃত্যুবরণ করেন। প্রতিবছর মাঘ মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার এখানে ওরস অনুষ্ঠিত হয়।