পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বারনই নদীর অববাহিকার এই ইউনিয়নের খাল-বিলে বৎসরের অনেকটা সময় জলাবদ্ধতা থাকে। ফুল, ফল, ফসলে ও গাছগাছালিতে পরিপূর্ণ, সুন্দর, মনোরম শিলমাড়িয়া ইউনিয়নের প্রায় ৪২ বর্গকিমি. এলাকার খাল-বিলে শীত মৌসুমে পরিযায়ী পাখির আগমন ঘটে। পচামাড়িয়া গ্রামে প্রতিবছর নভেম্বর থেকে পাখি আসা আরম্ভ হয়ে মার্চ পর্যন্ত চলতে থাকে। তবে বেশি পাখি দেখা যায় ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে।
সারাবছর এখানে বিশেষত বাঁশঝাড়গুলোতে পাখি থাকে। যেসব পাখি প্রধানত শীতকালে বেশি আসে সেগুলোর মধ্যে রয়েছে- শামুকখোল, পানকৌড়ি, বকসহ বিরল প্রজাতির অন্যান্য পাখি আসা আরম্ভ হয়ে মার্চ পর্যন্ত চলতে থাকে। তবে বেশি পাখি দেখা যায় ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসে।
সারাবছর এখানে বিশেষত বাঁশঝাড়গুলোতে পাখি থাকে। যেসব পাখি প্রধানত শীতকালে বেশি আসে সেগুলোর মধ্যে রয়েছে- শামুকখোল, পানকৌড়ি, বকসহ বিরল প্রজাতির অন্যান্য পাখি।