পর্যটন বিচিত্রা প্রতিবেদন
প্রায় ১০ মিটার (৩২ ফুট) উচ্চতা ও ৩ মিটার (১০ ফুট) ব্যাসবিশিষ্ট গ্রানাইট পাথর দ্বারা নির্মিত অষ্টভুজাকৃতির এই স্তম্ভ নির্মাণ সম্পর্কে বিভিন্ন অভিমত রয়েছে।
এক ধারণা মতে, রাজা দ্বিতীয় মহিপালের সময় কৈবর্তদের প্রভাব বৃদ্ধি পায়। ১০৭৫ খ্রিষ্টাব্দে রাজার কৈবর্ত সেনাপতি দুর্বল ও চরিত্রহীন রাজা মহিপালকে হত্যা করে। এরপর দিব্যক বরেন্দ্র অঞ্চলের অধিপতি নির্বাচিত হন।
মহিপালের বিরুদ্ধে বিজয়কে স্মরণীয় করে রাখতে তখন এই স্তম্ভটি নির্মাণ করা হয়। অখণ্ড পাথর কেটে তৈরি এই স্তম্ভটি দেখতে প্রতিদিন এখানে পর্যটকের আগমন ঘটে।