পর্যটন বিচিত্রা ডেস্ক
হাওরবেষ্টিত বানিয়াচং উপজেলার মোট আয়তন ৪৮২ বর্গকিলোমিটার। বৃহৎ জমিদারি ভূ-সম্পত্তির রাজধানী হিসেবে এটিকে রক্ষায় ‘গড়ের খাল’ নামে প্রতিরক্ষা পরিখা খনন করেছিলেন তৎকালীন জমিদার বা রাজারা। বানিয়াচংয়ের উত্তরে যাত্রা দিঘি, মজলিশপুর দিঘি, কামালখানী দিঘি, জামালপুর দিঘি, দেওয়ান দিঘি, ঠাকুরাইন দিঘি ও শ্যাম বাউলের আখড়ার দিঘি উল্লেখযোগ্য।