পর্যটন বিচিত্রা ডেস্ক
২.২০ মিটার (৭.২ ফুট) পুরু দেয়ালবিশিষ্ট আয়তাকার মসজিদটির চারকোণে চারটি অর্ধ অষ্টভুজাকার পার্শ্ব বুরুজ ছিল। মসজিদে প্রবেশের জন্য সম্মুখভাগে খিলানযুক্ত ৫টি প্রবেশপথ ছিল এবং উত্তর ও দক্ষিণের প্রতি পার্শ্বে তিনটি করে প্রবেশপথ ছিল। মসজিদের কেন্দ্রীয় অংশ পাশের অংশ অপেক্ষা বড় এবং তিনটি আয়তাকার প্রকোষ্ঠে বিভক্ত এবং এগুলোর ছাদ বাংলা চৌচালা রীতির খিলান ছাদে আচ্ছাদিত ছিল।
এই নির্মাণশৈলী বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। মসজিদটির নির্মাণকাল সম্পর্কে কিছু জানা যায় না। বর্তমানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। প্রত্নস্থলটিতে পরবর্তীতে নির্মিত একটি টিনশেড মসজিদে পাঞ্জেগানা নামাজ আদায় হয়।