পর্যটন বিচিত্রা ডেস্ক
ভীমের পান্টি বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ভীমের পান্টি, যা ভীমের লাঠি নামেও পরিচিত, বাংলাদেশের নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্তম্ভ।
পাথরের এই স্তম্ভটিকে আবার গরুড় স্তম্ভ বা রাদ্দাল স্তম্ভও বলা হয়। সেটির একাংশে উৎকীর্ণ একটি লিপি থেকে জানা যায়, নবম-দশম শতাব্দীতে পাল রাজা নারায়ণ পালের সময়ে এ স্তম্ভটি নির্মাণ করা হয়। প্রাচীন নিদর্শন হিসেবে এর প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে।